চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর লোহাগাড়া উপজেলা শাখার কার্যকরি পরিষদ গঠন করা হয়েছে। ২০২৫-২০২৬ সনের জন্য মাস্টার মো. আব্দুস সালাম কে সভাপতি এবং মাওলানা মনির আহমদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সহ সভাপতি করা হয়েছে যথাক্রমে রফিক দিদার, দায়িত্ব ট্রেড ইউনিয়ন,আমিনুল হক, দায়িত্ব কর্ম সংস্থান, আব্দুল আলীম আব্দুল্লাহ, দায়িত্ব অর্থ/বাইতুল মাল ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ। সহ-সাধারণ সম্পাদক হলেন যথাক্রমে মাওলানা ছামি উদ্দিন, মাওলানা মুহি উদ্দিন আল আজাদ দায়িত্ব শিক্ষা ও প্রশিক্ষণ ও সহ-সাধারণ সম্পাদক (মহিলা) তাসলিমা। প্রকাশনা সম্পাদক আবুল কাশেম। সাংগঠনিক সম্পাদক মাওলানা নাছির উদ্দিন। সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ জয়নুল আবেদিন। প্রচার ও প্রযুক্তি সম্পাদক শহিদুল ইসলাম। সহ প্রচার ও প্রযুক্তি সম্পাদক দিদারুল আলম। সাহায্য-পুনর্বাসন সম্পাদক ছাবের আহমদ মুন্না।
দপ্তর সম্পাদক হাজী সাহাব উদ্দিন। সহ-দপ্তর সম্পাদক হাফেজ মোহাম্মদ ইনজিমাম। সহ-শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আলী আনসারী। পাঠাগার সম্পাদক হেলাল উদ্দিন আজাদ। আইন-আদালত সম্পাদক মুজিবুল করিম হেলাল। চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ।
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নাছির মাহমুদ। কার্যকরি পরিষদ সদস্যবৃন্দ হলেন যথাক্রমে তৈয়ব আলী,আয়ুব আলী, হাজী জাহাঙ্গির আলম,জাহাঙ্গির আলম, জামাল উদ্দিন, আব্দুল বারি, সৈয়দ আহমদ সিকদার, গুফরান তোরাব, মোহাম্মদ হোসেন, বেলাল উদ্দিন (চুনতি), মোস্তাফিজুর রহমান ভুট্টো, মাও. আব্দুল মান্নান, ওমর ফারুক ও মিজানুর রহমান।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর শনিবার সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুর হোসাইন লোহাগাড়া উপজেলার ২০২৫-২০২৬ শেসনের সভাপতি ও সহঃ সভাপতিদের শপথ পাঠ করান এবং ৩৬ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদের দায়িত্বশীলদের নাম অনুমোদন দেন। ২৯ ডিসেম্বর রবিবার রাতে লোহাগাড়া বটতলি মক্কা টাওয়ারস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর লোহাগাড়া কার্যালয়ে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা সভাপতি মাস্টার মো. আব্দুস সালাম ৩৬ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদের সাধারন সম্পাদকসহ বাকী দায়িত্বশীলদের শপথ পাঠ করান।
আজ ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ৫ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:২৩ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি