অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শ্বশুর বাড়ীতে বিষপানে জামাইয়ের মৃত্যুর ঘটনায় স্বজনদের সন্দেহের কারনে মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
নিহত জামাই মোশাররফ হোসেন লিমন (১৯) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামের মকবুল হোসেনের ছেলে এবং ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বানিয়াপাড়া গ্রামের আশরাফুল আলমের মেয়ে জামাই।
জানা গেছে, স্ত্রী রশিদা খাতুন শ্বশুর বাড়ীতে থাকায় সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় শ্বশুর বাড়ীতে যান মোশাররফ। রাত ১১ টার দিকে রাশিদা মোবাইলে মোশাররফের বড় ভাইকে জানায় যে, মোশাররফ বিষপান করেছে এবং ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি আছে। বড় ভাই ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখতে পান মোশাররফের নাক ও মুখ দিয়ে রক্ত পড়ছে। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ফুলবাড়ী থেকে রংপুর নেওয়ার পথে অবস্থার আরও অবনতি হলে সাথে থাকা লোকজন তাকে রাত ৩ টার দিকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, মোশাররফের মৃত্যু নিয়ে তার স্বজনরা সন্দেহ প্রকাশ করায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি দায়ের হয়েছে।