রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ডিগ্রী কলেজ গভর্নিং বডির নব্য সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এমপি জাহিদুর রহমান জাহিদ এর সংবর্ধনা প্রদান করেছে রানীশংকৈল ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ।
শনিবার (৩ আগষ্ট) সকাল ১১টায় তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।
নানা আয়োজনের মধ্য দিয়ে কলেজের সকল শিক্ষকবৃন্দ, সাধারন ছাত্র-ছাত্রীবৃন্দ ও কলেজ শাখা বিএনসিসি গার্ড অব অনার প্রদান করে এমপি জাহিদকে বরণ করে নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রানীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ জামাল উদ্দিন, রানীশংকৈল বিএনপির সাধারন সম্পাদক আতাউর রহমান, রানীশংকৈল আওয়ামীলীগের সভাপতি ও সহকারি অধ্যাপক সইদুল হক, রানীশংকৈল সেচ্ছাসেবক লীগের সাধারন সসম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, রানীশংকৈল আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) তাজউদ্দীন আহম্মেদ, রানীশংকৈল ডিগ্রী কলেজের অভিভাবক সদস্য ও নন্দুয়ার ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান জমিরুল ইসলাম,অভিভাবক সদস্য কামাল উদ্দিন ও কুশমত আলী।
এসময় রানীশংকৈল পৌর বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক শাহাজান আলী ও খলিলুর রহমানসহ রানীশংকৈল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতকর্মি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এমপি জাহিদুর রহমান জাহিদ বলেন, দ্রুত রানীশংকৈল ডিগ্রী কলেজকে জাতীয়করণ করা হবে। এ সময় আওয়ামীলীগের সভাপতি সইদুল হক বলেন, বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণ হলেও রানীশংকৈলের একটি কলেজকেও জাতীয় করণ করা হয়নি।
এ সময় অনুষ্ঠানে রানীশংকৈল ডিগ্রী কলেজের সাবেক সভাপতি ও সহকারি অধ্যাপক এবং ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ ( ওয়ার্কার্স পাটি) ইয়াসিন আলীকে অনুষ্ঠানে দেখা যায়নি।
এদিকে শোকের মাস আগস্টে জাঁকজমকপুর্ণ অনুষ্ঠান করে কলেজ কমিটির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা দেওয়ায় উপজেলার সচেতন মহলসহ রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। উপজেলা জুড়ে চলছে সমালোচনার ঝড়।
হুমায়ুন কবির
রাণীশংকৈল, ঠাকুরগাঁও
০১৭১৩৯৮২১৫৭