স্পোর্টস ডেস্কঃ ‘অ্যান্ড দ্য ড্রামা কন্টিনিউজ ফর পাকিস্তান’- ক্রিকেট ম্যাচে ইংল্যান্ডের নিশ্চিত জেতা ম্যাচে ৫ রানের নাটকীয় জয় পেয়ে শেষ হাসিটা ঠিকই হেসেছে পাকিস্তান শিবির। ইংল্যান্ডের বিপক্ষে ৫ রানে জয় পেয়েছে বাবর আজমের দল। আরও একবার কাছে এসে স্বপ্ন ভাঙলো ইংল্যান্ডের। শেষ ওভারে পাকিস্তান পেলো নাটকীয় এক জয়।
লাহোরে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ৬ রানের রোমাঞ্চকর এক জয় পেল পাকিস্তান। এই জয়ে সাত ম্যাচ সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। ম্যাচে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে শেষ বলে এসে। যেখানে শেষ ওভারে ইংলিশদের লাগতো ১৫ রান। বোলিং করেন অভিষিক্ত পেসার আমের জামাল। তবে তিনি শেষ ওভারে এক ছক্কা হজম করেও মাত্র ৯ রান দেওয়ায় জিতে যায় পাকিস্তান।
এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাকিদের ব্যাটিং ব্যর্থতার মাঝেও মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ১৪৫ রান তুলতে পারে পাকিস্তান। এক ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। রিজওয়ান করেন ৩৬ রান। ম্যাচে পাকিস্তানিদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন ইফতিখার।
লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরাও। তবে অধিনায়ক মঈন আলীর ফিফটিতে খেলা শেষ বল পর্যন্ত টেনে নিয়ে যায় দলটি। তবে শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান তুলতে পারেনি দলটি। শেষ পর্যন্ত থামে ৭ উইকেটে ১৩৯ রান তুলে। মঈন ৫১ রানে অপরাজিত থাকেন। এছাড়াও দলটির পক্ষে ৩৬ রান করেন ডেভিড মালান।
এই জয়ে দুই দলের মধ্যকার ৭ ম্যাচের সিরিজটিতে ৩-২ ব্যবধানে এগিয়ে থাকলো পাকিস্তানিরা।