বগুড়ার শেরপুরে জেসমিন আক্তার (১৪) নামে এক মাদ্রাসার ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নে রাজারদিঘী দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ও দক্ষিন দড়িমুকন্দ গ্রামের হানিফের মেয়ে। সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে খাবার শেষে নিহতের মা কাজের জন্য বাহিরে যায়। ১২টার দিকে তার মা বাড়িতে এসে ডাকাডাকি করে। এতে কোন সাড়া না পেয়ে দরজার ফাঁকা দিয়ে দেখতে পায় যে, সে গলায় ফাঁস লাগিয়ে ঘরের তীরের সাথে ঝুলে আছে জেসমিন। তখন তার মায়ের চিৎকারে লোকজন এসে তার নিথর দেহ মাটিতে নামায়।
এ বিষয়ে নিহতের বাবা হানিফ জানান, বাড়িতে এসে তিনি দেখেন জেসমিনের ঘরের দরজা বন্ধ। তখন তার মা ডাকতে গেলেই দেখে তার ওরনা দিয়ে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে তাদের মেয়ে।
তিনি আরও বলেন, আমার মেয়ে মানসিক ভাবে ভারসাম্যহীন ছিল যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যাও করত।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৫৬ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি