বগুড়া শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নতুন কর্মসূচি পালন করা হয়েছে। সারাদেশে শহীদদের স্বরণে দোয়া মোনাজাত, আহতদের ও গ্রেফতারকৃত ছাত্রদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।
শুক্রবার ৯ (আগষ্ট) উপজেলার মডেল মসজিদে বাদ জুমা শহীদের স্বরণে দোয়া ও গ্রেফতারকৃত ছাত্র ও আহত শিক্ষার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর উপজেলা শাখর সমন্বয়ক ও সহ-সমন্বকয়রা।
দোয়া মোনাজাত পূর্বক সমন্বয়কদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল্লাহ সাদিক, তৌকির আহম্মেদ, জিয়াদ মন্ডল, নাইমুল ইসলাম, আব্দুল হালিম, জুলফিকার আহম্মেদ, নাজমুল হক প্রমূখ।
এ সময় তারা বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। এই জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেই এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
গ্রেফতারকৃত ছাত্রদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়ার পূর্বে সমন্বয়ক আব্দুল্লাহ সাদিক বলেন,আন্দোলনের সময় বিনা অপরাধে এই জালিম আমাদের ভাইদেরকে গ্রেফতার করেছিলো।ভাইদের সম্মানে আমাদের এই আয়োজন।
আহত শিক্ষার্থীদের বরণ পূর্বক সমন্বয়কদের মধ্যে অন্যত্তম তৌকির আহম্মেদ বলেন, এই আন্দোলনের সাথে জরিত অসংখ্য ভাই আহত হয়েছেন। তাদের সম্মান আমাদের এ আয়োজন। আমরা যারা আহত হয়েছেন তাদের সাথে নিয়মিত সাক্ষাৎ করতেছি। গুরুতর আহতদের অর্থিক সহায়তা প্রদান করা হবে।
দোয়া মোনাজাতে অংশ গ্রহন করেন শিক্ষক,হাজার হাজার শিক্ষার্থী ও অবিভাবকরা।সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া আন্দোলনে জয়লাভের পর বিভিন্ন উশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৫ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি