তিমির বনিক, মৌলভীবাজার প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলাধীন শেরপুরে বাস চাপায় এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক মো. রহিম উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত রবিবার ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঐ বাস চালককে গ্রেপ্তার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোর ৪টায় শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত তিন পুলিশ সদস্য টহলরত ডিউটির কাজে নিয়োজিত ছিলেন। হঠাৎ করেই সিলেটগামী (ঢাকা মেট্টো-ব: ১২-০৫৯৯) এ সালাম ট্রাভেলস নামক একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঐ তিন পুলিশ সদস্যদের চাপা দিয়ে মুক্তিযোদ্ধা চত্ত্বররের নিরাপত্তা বেস্টনি ভেঙে বাসটি উল্টে যায়। তাৎক্ষণিক বাস চালক কৌশলে পালিয়ে যায়। এসময় শেরপুর হাইওয়ে থানা পুলিশ আহত পুলিশ সদস্যদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওএমজি হাসপাতালে প্রেরণ করেন।
এতে রাগীব আলী রানা (২৩) নামে এক পুলিশ সদস্য রাস্তায় নিহতের খবর পাওয়া যায়। এবং কামরানুর রহমমান (২৪) ও আনিস আহমেদ (২৮) দুই পুলিশ সদস্য গুরুতর আহতের ঘটনা ঘটে। বর্তমানে আহতরা সিলেট ওএমজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় পুলিশ ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৫ ও ১০৫ ধারায় মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সাথে যোগাযোগ করলে প্রতিবেদককে মোবাইল ফোনে মো. রহিম উদ্দিন (৫৫) নামে ঐ বাস চালককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।