বগুড়ার শেরপুরে এসএসসি ও সমমান পরীক্ষার দুই কক্ষ পরিদর্শককে পরীক্ষা কেন্দ্রের শৃংখলা নষ্টের দায়ে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় উলিপুর ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে তাদের প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে উলিপুর ফাজিল মাদ্রাসার কেন্দ্র সচিব আব্দুল হাই জানান, পরীক্ষা চলাকালীন সময়ে একটি কক্ষে কয়েকজন পরীক্ষার্থী একই সময়ে একই অংক করছিল। খোঁজ নিয়ে জানা যায় ওই কক্ষে শৃংখলার অবনতি হয়েছে। এসময় পরীক্ষার কেন্দ্র থেকে ওই কক্ষের দায়িত্বপ্রাপ্ত দুই শিক্ষককে প্রত্যাহার করা হয়।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী জানান, ওই দুই শিক্ষক পরীক্ষার কেদ্রে শৃংখলা রক্ষা করতে না পারায় তাদের প্রত্যাহার করা হয়েছে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:০০ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি