বহুল প্রতিক্ষিত তিস্তা নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতুর কার্পেটিংয়ে ফাটল দেখা দেওয়ায় চরম আতংক ও ভোগান্তিতে পড়েছেন ঈদে ঢাকা ফেরা যাত্রী ও রংপুর ও লালমনিরহাট জেলার সাধারণ মানুষ। তিস্তা নদীর ওপর রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শেখ হাসিনা সেতু নির্মাণ করা হয়। সেই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে একাধিক স্থানে কার্পেটিংয়ে ফাটল দেখা দিয়েছে। এছাড়া সংস্কার হওয়ার এক মাসের শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং। তবে সেতুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বরত কর্মকর্তারা দায় এড়াতে এটিকে সরাসরি ফাটল না বলে হেয়ার লাইন ক্র্যাক বলেছেন।
শুক্রবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সরেজমিনে দেখা গেছে, গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু’ উত্তর পার্শ্বে আনুমানিক প্রায় ৭ ফিট কার্পেটিংয়ে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি স্থানে স্প্যানের ঢালাইয়ের কিছু অংশ উঠে গেছে।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, তিস্তা নদীর ওপর রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শেখ হাসিনা সেতুর উদ্বোধন হয়েছে ৭ বছর আগে।উদ্বোধনের পর দীর্ঘসময় সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ ছিল। দেড় বছর আগে বাস-ট্রাক চলাচল শুরু হলেও সংযোগ সড়ক দুর্বল হয়ে পড়ায় এখন আবার তা বন্ধ হয়ে গেছে। নতুন করে সড়ক সংস্কার ও নির্মাণ না হওয়া পর্যন্ত আগামী বছরের জানুয়ারি পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। পরে ট্রাক শ্রমিকরা চাপ দিলে সেতুর উত্তর প্রান্তে কালীগঞ্জ উপজেলার সিরাজুল মার্কেট এর পাশে প্রতিবন্ধক খুঁটি বসানো হয়। পরে গত মাসখানেক আগে রংপুর থেকে কাকিনা পর্যন্ত পুরো রাস্তা সংস্কার করে ঠিকাদার। কিন্তু সংস্কারের এক মাসেই পিচ ঢালাই উঠে যাচ্ছে। এছাড়া সেতুর বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।
এতে করে লালমনিরহাট জেলার পাঁচ উপজেলাসহ বুড়িমারী স্থলবন্দরের শত শত ট্রাক ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছেন। এছাড়া সড়কটি দিয়ে লালমনিরহাট থেকে রংপুর শহরে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষ আসা-যাওয়া করেন। সেতুটি দিয়ে প্রতিদিন ছোট-বড় সাড়ে তিন হাজারের বেশি মালবাহী ট্রাকসহ বিভিন্ন যান চলাচল করে।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রংপুর কার্যালয়ের বরাত দিয়ে জানা গেছে, ২০১৮ সালে বুড়িরহাট থেকে মহিপুর পর্যন্ত প্রায় সাড়ে ১০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। সে বছরের আগস্ট মাসের শেষ সপ্তাহে ৯টি গুচ্ছে প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে দরপত্র করে পুরো সড়কের কাজ শুরু হয়। এর মধ্যে তিনটি প্যাকেজে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে মাটির কাজ ও ৬ টি প্যাকেজে ২৮ কোটি টাকা ব্যয়ে সড়ক পাকাকরণের কাজ রয়েছে।
সেতুর কার্পেটিং ফাটলের বিষয়ে গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, ওখানে কোনো দুর্ঘটনা ঘটবে না। শনিবার মিস্ত্রি কাজ করবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান, সেতুটির একটি স্থানে পিচ উঠে গেছে, এমন খবর পেয়েছি। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়েছে। তিনি বিষয়টি দেখছেন।
রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, মূলত ভারী যানবহর চলাচলের ফলে সেতুর ২ ইঞ্চির পিচ ঢালাই উঠে গেছে সেতুর কোনো ক্ষতি হয়নি। তবুও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি তারা এক্সপার্ট টিম ঢাকা থেকে পাঠাছেন। দুই দিনের মধ্যে এসে সেতুর সব স্থানের পরীক্ষা নিরীক্ষা করে মেরামত করা হবে।
উল্লেখ্য, গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু রংপুর জেলার গংগাচড়া উপজেলায় লালমনিরহাট-রংপুর মহাসড়কে তিস্তা নদীর উপর অবস্থিত একটি সেতু। এটি মহিপুর সেতু নামেও পরিচিত।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:১০ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)