মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর
( ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি :
বাঞ্ছারামপুরে তিতাস নদীর ত্রি-মোহনায় নির্মিত হয়েছে দেশের একমাত্র ওয়াই আকৃতির শেখ ‘হাসিনা তিতাস সেতু’। এই সেতুর অধিগ্রহণকৃত জায়গায় কিছু প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানপাট নির্মাণ করে ব্যবসা ও দোকান ভাড়া দিয়ে আসছেন।
গত ৯ জানুয়ারি দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রশাসন বিষয়টি নজরে আনেন। সোমবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিসা নাজ নীরা
শেখ হাসিনা তিতাস সেতুর” নিচে অধিগ্রহণকৃত জমিতে অবৈধ ভাবে দখল করে দোকান ঘর ও বাড়ি নির্মাণ করা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালান ।
এ সময় পচিশ-ত্রিশটি আধাপাকা ও পাকা দোকান ও ঘর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।
এব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিজা নাজ নীরা বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। “শেখ হাসিনা তিতাস সেতু অবৈধ দখলদারদের উচ্ছেদ করাই আমাদের মূল্য লক্ষ।তিনি আরো বলেন, পরিবর্তেও কেউ যাতে এই জমি দখল না করতে পারে তার জন্য আমাদের কার্যকম অব্যাহত থাকবে।যদি কেউ অবৈধভাবে দখল করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নিব।