মোঃ খোরশেদ আলম, মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধি: বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে ক্রমাগত উন্নয়নের কারনে বিশ্ব নেতৃবৃন্দের কাছে শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল হিসাবে চিহ্নিত হয়েছেন। শেখ হাসিনার সরকার পদ্মা সেতুর মত আরো বড় বড় প্রকল্প হাতে নিয়েছেন।শেখ হাসিনা জাতিকে সুখী ও সমৃদ্ধির স্বপ্ন দেখিয়ে তা বাস্তবায়নও করছেন। তার নেতেৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এর ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী দু’দশকে বাংলাদেশ বিশ্বের সেরা ৩০টি ধনী দেশের মধ্যে অন্যতম হিসাবে থাকবে।
গতকাল শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরন উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআইয়ের দু’বারের সাবেক সভাপতি ও কুমিল্লা-৩মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম.রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি মো: হানিফ সরকার, মুরাদনগর থানার ওসি মো: সাদেকুর রহমান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মো:কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহাম্মদ সোহাগ প্রমুখ।
পরে প্রধান অতিথি দু’দিনব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। এতে উপজেলার বিভিন্ন বিভাগের ৩৭টি স্টল রয়েছে।