দেশ চালাচ্ছেন একজনই, শেখ হাসিনা। এ কথা এখন আর শুধু কথা নয়, এটাই সত্য কথা। আলোচক, রাজনৈতিক বিশ্লেষক দেশে কম নেই কিন্তু সরকার পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কারোরই কোন ভূমিকা চোখে পরেনি। সরকারি উদ্যোগের ত্রুটি বিচ্যুতি আবিষ্কার করে সমালোচনা করেছেন নিন্দুকেরা। সব বিদ্রুপ উপেক্ষা করেই সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী করোনা ভাইরাস এখন রাজনীতি নয়, মানবতা রক্ষার আবশ্যকতা আর সেই কারনেই মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের কাছে এমন দুর্যোগ মোকাবেলায় তহবিল গঠনের আবেদন জানিয়েছেন। রাষ্ট্রনায়কোচিত এই আহবান প্রশংসিত হয়েছে আন্তর্জাতিকভাবেও। দুর্যোগে বিচলিত না হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছেন সঠিক ভাবে যথা সময়ে। স্বল্প আয়ের মানূষের জন্য আপদকালীন প্রণোদনা প্যাকেজ ঘোষনা করেছেন। প্রয়োজনীয় খাদ্য সরবরাহের নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত মানূষের কাছে। একশ্রেনীর অসাধু নেতা এবং ব্যক্তি রিলিফ বিতরনে ব্যত্যয় ঘটিয়েছে, চাল চুরি করেছে, দমে যাননি তিনি। তাদের গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা করেছেন। করোনার বিপর্যয় উত্তরনের পরে সম্ভব্য অর্থনৈতিক ভাবনাটিও মাথায় রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এক খন্ড জমীও যেন অনাবাদি না থাকে সেই লক্ষ্যে জনগনের কাছে আবেদন জানিয়েছেন ফসল উৎপাদনের। যারা চক্ষু লজ্জায় সাহায্য চাইতে পারেনা তাদের কাছেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পৌছানোর নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। দেশের এই দুর্যোগে রিলিফ নিয়ে রাজনীতি না করার অনুরোধ জানিয়েছেন তিনি। এটাই একজন সরকার প্রধানের নেতৃত্বের যোগ্যতা, সেই যোগ্যতা প্রমাণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কিন্তু ছবি তুলে নেতা হওয়ার রাজনীতিটি বন্ধ হয়নি। এখন ধান কাটাতেও রাজনীতি চলছে। এই ছবির রাজনীতিটি এখন জনগনও বোঝে। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে ছবি তুলে রিলিফ ফিরিয়ে নেওয়ার। উপকার করলে ছবি তুলে নিজেরাই প্রচার করতে হবে কেন? সত্যিকার পরোপকারীকে জনগন চিনে নিবে নিজেরাই। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীও গোচরীভূত হয়েছেন আশাকরি। বিরোধী দলের নেতারা যেমন শুধু সমালোচনাই করেছেন, ছবি তোলার নেতারাও এখন চিহ্নিত হয়ে পরেছেন।, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতিটি অনুসরন করেননি ছবিওয়ালা নেতারা। কভিড-১৯ বিশ্বকে যেমন নাড়া দিয়েছে, বাংলাদেশেও নেতৃত্বের যোগ্যতা প্রমান করে দিয়েছে। এখন নির্দ্বিধায় বলা যায় জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশের অবিসংবাদিত নেতা- জনগনের নেতা।
আজিজুর রহমান প্রিন্স
রাজনীতিবিদ, লেখক ও গবেষক
টরেন্টো, কানাডা
২৯ শে এপ্রিল ২০২০