শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। সোমবার (৩ ফেব্রুয়ারি) শুরু হওয়া পরীক্ষা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রথমদিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা।
সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেছে।
দেশের তিন হাজার ৫১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছ। ১ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর কথা থাকলেও ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটের তারিখ পিছিয়ে যাওয়ায় ৩ ফেব্রুয়ারি তারিখ পুননির্ধারণ করা হয়।
এদিকে ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে প্রতারণার অভিযোগে ১০টি ফেসবুক আইডি ও পেইজ ব্লক করেছে পুলিশের সাইবার অ্যান্ড ক্রাইম ইউনিট।