শুধু ব্যক্তিস্বার্থ নয়, জনস্বার্থে ব্যবসা করতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।”
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ‘জাতীয় সমাজসেবা দিবস’ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি। আর মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব।
তিনি বলেন, কারও যেন মনে না হয় সমাজসেবা শুধু এ মন্ত্রণালয়ের কাজ। সমাজসেবা মন্ত্রণালয়ের কাজ শুধু সবাইকে মনে করিয়ে দেওয়া সমাজসেবার কথাটা।
এ সময় সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব বলেও জানান প্রধান উপদেষ্টা।
তিনি আরও বলেন, সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া, পাছে যেন কেউ ভুলে না যায় এই দায়িত্ব থেকে, দূরে সরে না যায়। এ জন্য এ দিবসটি পালন করা হচ্ছে যেন দেশের সবাইকে মনে করিয়ে দেওয়া এ দায়িত্বের কথা। আশা করি, এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে।
ড. ইউনূস আরও উল্লেখ করেন, ‘শুধু ব্যক্তিগত কল্যাণ নয়, জনস্বার্থেও কাজ করা উচিত। সামাজিক ব্যবসার মাধ্যমে মানুষের সেবা নিশ্চিত করা সম্ভব। ব্যক্তি যখন নিজের শক্তি কাজে লাগায় এবং অন্যদের কল্যাণে কাজ করে, তখনই সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।’
তিনি আশাবাদ প্রকাশ করেন যে জাতীয় সমাজসেবা দিবসের মাধ্যমে দেশের সব স্তরের মানুষ নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে। ‘এই আহ্বান সবার কাছে পৌঁছাবে,’ বলেন ড. ইউনূস।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম