বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবেন বুয়েট ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম। আগামীকাল শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে, শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামকে ক্যাম্পাসে প্রকাশ্যে দেখা যায়নি। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। পরে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তিনি সশরীরে এসে এ বিষয়ে জবাবদিহি না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গত ৬ অক্টোবর, রোববার মধ্যরাতে বুয়েটের আবরার ফাহাদকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।