কার্তিকের শুরুতেই দেশের উত্তরের জেলাগুলোর প্রকৃতিতে শীতের পরশ ছুঁয়েছে। তবে ঢাকা বা দেশের অন্যত্র এখনো শীত পড়েনি। আবহাওয়া পূর্ভাবাস অনুযায়ী, নভেম্বরের শেষ দিকে শীত-শীত ভাব শুরু হতে পারে। তবে পুরোপুরি শীতের জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশজুড়ে স্বাভাবিকের চাইতে ২৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে, নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দিনে ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।
এদিকে নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস বার্তায় জানানো হয়, নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে হতে পারে। এ মাসে সারাদেশে ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা, মাঝারি ধরনের কুয়াশা এবং নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি বা ঘন কুয়াশা পড়তে পারে। তবে কুয়াশা পড়তে শুরু করলেও প্রকৃতিতে শীত পুরোপুরি নামবে ডিসেম্বরের দিকে।
জানা গেছে, দীর্ঘমেয়াদি এই পূর্বাভাস তৈরিতে আবহাওয়া বিশেষজ্ঞরা বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত গ্লোবাল প্রডিউসিং সেন্টার (জিপিসি), ইসিএমডব্লিউএফ, জেএমএ, এনওএএ, আইআরআই-কলম্বিয়া ইউনিভার্সিটি, এপিইসি ক্লাইমেট সেন্টার, আরআইএমইএস এবং সিথ্রিএস থেকে পাওয়া মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল, এসওআই (এল-নিনো ও লা-নিনার অবস্থা) ইত্যাদি বিশ্লেষণ করেছেন।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৪৬ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি