নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে নওগাঁ জেলা সেই উন্নয়ন থেকে বঞ্চিত হয়নি। উন্নয়নের ধারাবিহকতায় নওগাঁয় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। নওগাঁর ক্রীড়া ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে খুব শীঘ্রই নওগাঁয় আধুনিক মানের ষ্টেডিয়াম নির্মানের উদ্যোগ নেয়া হবে। কারন সরকার বিশ্বাস করে যুব সম্প্রদায়কে ক্রীড়াঙ্গনে সরব করতে পারলে একটি সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে। সুন্দর সুস্থ সমাজ গড়ে তুলতে আলোকিত যুব সমাজ দরকার। এ জন্য ক্রীড়া ক্ষেত্রকে উন্নত ও সম্প্রসারনের কোন বিকল্প নাই।
খাদ্যমন্ত্রী আরও বলেন, নওগাঁয় রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির গীর্জার নির্মান, পুনঃনির্মান, সংস্কার কাজ সম্পাদন করা হয়েছে। ইতিমধ্যে নওগাঁও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ঘোষিত এই বিশ্ববিদ্যালয়ে অনতিবিলম্বে ভিসি নিয়োগ দেয়া হবে এবং শিক্ষাক্রম চালু হতে চলেছে।
খাদ্যমন্ত্রী শুক্রবার বিকাল সাড়ে চারটায় নওগাঁ ষ্টেডিয়ামে আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল জলিল স্মরনে তৃতীয় বারের মত “আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব বক্তব্য রাখেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগঁঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ -৬, আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এবং জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নৃত্য সংগঠনের শিল্পীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন জনপ্রিয় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশন করে।
উদ্বোধনী খেলায় স্বগতিক নওগাঁ জেলা দল এবং রাজশাহী কিশোর ফুটবল একাডেমী অংশ গ্রহণ করছে। খেলায় নওগাঁ জেলা দল ৩-১ গেলে রাজশাহী কিশোর ফুটবল একাডেমিকে পরাজিত করেছে।
উল্লেখ্য এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহন করছে। দলগুলো হচ্ছে নওগাঁ জেলা দল, রাজশাহী জেলা দল, রংপুর জেলা দল, বগুড়া জেলা দল, নওগাঁ ফুটবল একাদশ, সিরাজগঞ্জ ফুটবল এ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও জেলা দল এবং জয়পুরহাট জেলা দল।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি