দুইবারের চেষ্টা ব্যর্থ হওয়ার পরে আবারও স্পাই বা নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে উত্তর কোরিয়া। এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাপানকে জানিয়েছে দেশটি। আগামীকাল বুধবার (২২ নভেম্বর) থেকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে যেকোনো সময় এই নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে উত্তর কোরিয়া। খবর-বার্তা সংস্থা রয়টার্স।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) জাপান কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়া টোকিওকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা পীত সাগর ও পূর্ব চীন সাগর বরাবর এই স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। এমন তথ্য সামনে আসার পর এরইমধ্যে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ওই অঞ্চলে থাকা বিভিন্ন ধরনের নৌযানকে সতর্ক থাকতে বলেছে।
এদিকে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে জাপানকে বিষয়টি জানানোর পরপরই দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পিয়ংইয়ংয়ের এমন প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি যেকোনো ‘অনাকাঙ্ক্ষিত’ পরিস্থিতি এড়ানোর জন্য দেশের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছর ২০২৩ সালে এ নিয়ে তৃতীয়বারের মতো নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা চালাবে উত্তর কোরিয়া। এর আগে দুই দফা চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
উল্লেখ্য, জাতিসংঘের নিয়ম অনুসারে, পৃথিবীর কক্ষপথে কোনো ধরনের গোয়েন্দা বা নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার লঙ্ঘন।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৪ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/এমআরবি