করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় আগামী ১৫ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ বুধবার (২৭ মে) বিকেলে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, আপাতত স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত। এ বিষয়ে বৃহস্পতিবার (২৮ মে)সকালে প্রজ্ঞাপন জারি করা হবে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৬ শে মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। সাত দফা বাড়িয়ে এই ছুটি শেষ হচ্ছে ৩০ শে মে। নতুন করে ছুটি না বাড়লেও বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।