জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান বলেছেন, ৪১ কোটির মধ্যে ৬ কোটি বই দেওয়া হয়ে গেছে। আরো ৪ কোটি বই দেওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি সব বই ও মাধ্যমিকের ৮টি বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের হাতে। এছাড়াও ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের দশম শ্রেণির বই ও ২০ তারিখের মধ্যে সকল শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।
আজ বুধবার (১ জানুয়ারী) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিটিবি চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান এসব কথা বলেন।
বিগত দেড় দশক ধরে বই উৎসবের নামে অর্থের অপচয় হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, এবার বই ছাপানোর কাজ দেরিতে শুরু করায় এবং হঠাৎ শিক্ষাক্রমে পরিবর্তন আসায় বেশ কিছু সংশোধন-পরিমার্জন করতে হয়েছে এনসিটিবিকে। এ কারণে বিগত বছরগুলোর মতো এবার বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারছে না সরকার। তবে, ওয়েবসাইটে উন্মুক্ত হচ্ছে পরিমার্জিত পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন। প্রাথমিক ও মাধ্যমিকের ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে। এনসিটিবির ওয়েবসাইটে বইগুলোর অনলাইন ভার্সন পাওয়া যাবে আজ থেকেই।
আজ ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:১৯ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি