বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পরিবর্তন চান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ভিন্ন ভিন্ন পরীক্ষা পদ্ধতি বাদ দিয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষার মতো সমন্বিত পরীক্ষার পক্ষে মত তার। এজন্য তিনি বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা কামনা করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ে বুধবার (১০ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি মন্ত্রী এ মতামত ব্যক্ত করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দূর-দূরান্ত থেকে অভিভাবক-শিক্ষার্থীরা ঢাকায় আসেন। তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। সমন্বিত ভর্তি পরীক্ষা হলে এ দুর্ভোগ থাকবে না।
মন্ত্রী জানান, আমরা চাই মেডিকেল কলেজের মত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন করতে। অভিভাবক-শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলো সহযোগিতা করলে এটি আয়োজন করা সম্ভব হবে।