প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক অভিভাবক সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া – ১ ( নাসিরনগর) আসনের মাননীয় সাংসদ ও সমাজ কল্যান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, ‘বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক যুগ। এ যুগে মানুষদের মূর্খ থাকলে চলবেনা। এ ডিজিটাল যুগে আমাদের প্রতিযোগিতায় টিকতে হবে আর এজন্য চাই আধুনিক শিক্ষা গ্রহণ।’ তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘খুড়িয়ে চলা শিক্ষাব্যবস্থাকে প্রাণ ফিরিয়ে দিয়েছেন। জাতির জনকের অতিসাধের সোনার বাংলা ও জননেত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে লেখাপড়া করতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই পত্যেকে শিক্ষিত হতে হবে। অভিভাবকদের উচিত ছেলেমেয়েদের আচার-আচরণ, চলাফেরা, পছন্দ-অপছন্দের প্রতি সজাগ হতে, কে কোথায় যায়, সন্ধার পর ঠিকমতো পড়াশোনা করে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখা’। পরে তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সহ উন্নত যোগাযোগের ব্যবস্থা অচিরেই করা হবে বলে জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বক্তব্য প্রদান করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দীন আহমেদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট ছিলেন।