সুপারস্টার শাহরুখ খানের বাড়ি ‘মান্নাতে’র সামনে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। স্থানীয় একটি সংগঠনের সদস্যরা বিক্ষোভ করেন মান্নাতের সামনে।
শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামেন ভিড় খুব স্বাভাবিক ঘটনা। কারণ, প্রতিদিন তার বাড়ির সামনে ভক্তদের ভিড় জমে। তবে এবার ভক্তদের ভালবাসা নয়, বিক্ষোভের জন্য জড়ো হয় এক সংগঠনের সদস্যরা। তবে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ ঘটনায় প্রায় ৪-৫ জনকে আটক করে পুলিশ।
বিক্ষোভকারীদের সরানো হলেও ফের সমস্যা শুরু হতে পারে, এই আশঙ্কাতেই মান্নাতের সামনে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। এখনও মান্নাতের সামনে রয়েছে পুলিশি পাহাড়া।
একটি বিবৃতি দিয়ে বিক্ষোভকারীরা বলেন, খ্যাতিমান সব তারকারা অনলাইন গেমিং অ্যাপের হয়ে প্রচার করছেন যা যুব সমাজকে বিভ্রান্ত করছে ও সমাজকে ভুল পথে চালিত করছে। এ কারণেই অভিনেতার বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা।
প্রসঙ্গত, শাহরুখ এই মুহূর্তে একটি অনলাইন গেমিং অ্যাপের মুখ। বিভিন্ন সময় এই অ্যাপের হয়ে প্রচার চালাতেও দেখা গিয়েছে কিং খানকে। আর সেকারণেই শাহরুখের মান্নাতের সামনে শনিবার সকাল থেকে বিক্ষোভ দেখায় আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশন।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম