শরীরের তাপমাত্রা বেশি থাকায় ৭ প্রবাসী বাংলাদেশিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। তারা কাতার, দুবাই, ওমান, কুয়েত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে এসেছেন।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় ৭ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। তারা গতকাল ও আজ ছয়টি পৃথক ফ্লাইটে বাংলাদেশে আসেন। দেশে ফেরার পর তাদের থার্মাল স্ক্যানারে স্ক্রিনিং করা হয়। এতে তাদের শরীরের তাপমাত্রা বেশি ধরা পড়লে সরাসরি কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।
করোনাভাইরাসের কারণে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরোপের দুই দেশ থেকে ৭জন দেশে এসেছেন।
গত বুধবার (১৮ মার্চ) রাতে তারা সুইডেন ও স্লোভেনিয়া থেকে পৃথক দুই ফ্লাইটে ঢাকায় পৌঁছান। পরে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
শাহজালাল বিমানবন্দর এর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান বলেন, কাতার এয়ারওয়েজ ও টার্কিশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে ওই ৭জন দেশে এসেছেন। তাদের ৩জন সুইডেনের এবং ৪জন স্লোভেনিয়ার।
নিষেধাজ্ঞার কারণে তাদের প্রথমে ঢুকতে না দেয়া হলেও তারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে বাংলাদেশে পা রাখেন।তিনি আরও বলেন, ওই ৭জনকে স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে আশকোনার হজক্যাম্পে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।