রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় ৫-৭ জন শিক্ষার্থীদের চাপা দিয়েছে একটি প্রাইভেটকার। এতে ৩ শিক্ষার্থী আহত হয়েছেন। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ রোববার (২৭ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনার একটি সিসিটিভি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান বলেন, দুপুর ১ টা ৩০মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটেছে। ৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের পা ভেঙে গেছে আর একজন মাথায় গুরুতর ব্যথা পেয়েছে।
ওসি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি আটক করেছে। ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:১০ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি