নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরের জন্য নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের এলাকায় পাইলিংয়ের কাজ করার সময় মাটি খোঁড়ার পর সিলিন্ডার সাদৃশ্য ওই বোমাটি পাওয়া যায়।
আজ বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের পাইলিংয়ের কাজ করা হচ্ছিল সকালে। এমন সময় শ্রমিকরা দেখতে পান সিলিন্ডার সদৃশ বোমা। পরে ঘটনাস্থলে বোমাটি উদ্ধারে কাজ করে বিমান বাহিনীর বোমা নিস্ক্রিয়কারী দল। বিশালাকৃতির এই পরিত্যাক্ত বোমাটি পাইলিংয়ের সময় মাটির প্রায় ৩ মিটার গভীরে পাওয়া যায়।
আমরা ধারণা করছি, ১৯৭১ সালে বিমান থেকে ছোড়া কোনো বোমা হবে এটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিমানবন্দর সূত্র জানায়, উদ্ধারের পর বোমাটি নিষ্ক্রিয় করে ময়মনসিংহের মুক্তাগাছায় বিমানঘাটিতে নেয়া হয়েছে।