মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার উত্তর শরুশুনা গ্রামে প্রতিপক্ষের হামলায় ভাংচুর,লুটপাট ও আহত হয়েছে তিনজন এমনই অভিযোগ করেছেন উপজেলার শালিখা ইউনিয়নের উত্তর শরুশুনায় গ্রামের আবু সাঈদ।
আবু সাইদ বলেন,গত ০৫-০৯-২০ ইং শনিবার সকালে ৬ টার দিকে রামদাঁ,চাইনিজ কুড়াল, রড,বাশেঁর লাঠি দিয়ে আমাকে ও আবু হাসান,আবু কালাম,আবু ,তাহের মোল্লার উপর হামলা করা হয়।
উক্ত হামলায় আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
আবু সাঈদ অভিযোগ করে আরো বলেন, আসামিদের সাথে সামাজীক বিভিন্ন বিষয় ও জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল ।উক্ত বিরোধের জের ধরে আমার মেজ ভাই হাসান মিনা বাজারে চা খেতে গেলে পরিকল্পিতভাবে হামলা করে। হামলাকারীদের হাতে থাকা রামঁদা,বাশেঁর লাঠি,লোহার রড চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে চিত্রা নদীতে ফেলে দেয়। পরবর্তীতে হামলাকারীরা ঢাল-সরকি,রামদা,চাইনিজ কুড়াল,লোহার রড নিয়ে আমাদের খুন করার জন্য বাড়ীতে হামলা করে। আমরা জীবন বাচাতে পালিয়ে কোন রকম রক্ষা পাই।
হামলা কারীরা বাড়ী ভাংচুর,নগদ অর্থ ও মালামাল লুটপাট করে।
আমাদের পরিবারের সাড়ে তিনলক্ষ টাকার সমপরিমান ক্ষতি করেছে আমরা এই হামলার বিচার চাই। এ ঘটনায় আসামিদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
এদিকে, ৪ নং আসামি বকুল গাজীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোন কিছু বলতে রাজি হয়নি।
এ বিষয়ে শালিখা থানার হাজরাহাটি তদন্ত কেন্দ্রের অফিসার বিশ্বজিৎ সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে ৪৭ জনের নামে মামলা হয়েছে এবং আর আসামি ধরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।