কুড়িগ্রামের ফুলবাড়ীতে শারিরিক ও বুদ্ধি প্রতিবন্ধী যুবক সবুজ চন্দ্র রায় (২৬)কে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ১০ দিন ধরে নিখোঁজ প্রতিবন্ধী যুবকের সন্ধান না পাওয়ায় চরম উৎকন্ঠায় রয়েছে পরিবারটি। নিখোঁজ ওই প্রতিবন্ধী যুবকের সন্ধান পেতে পুলিশসহ সকলের সহযোগিতা চেয়েছে পরিবারটি।
গত ২২ ডিসেম্বর বিকাল ৪ টার পর থেকে ওই শারিরিক ও বুদ্ধি প্রতিবন্ধী যুবক নিখোঁজ হওয়ার ৬ দিন পর সন্ধান চেয়ে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং জিডি নং ১৩৯৯।
জিডি সূত্রে জানা গেছে, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী গ্রামের অমূল্য চন্দ্র রায়ের ছেলে শারিরিক ও বুদ্ধি প্রতিবন্ধী সবুজ চন্দ্র রায়। গত ২২ ডিসেম্বর বিকাল থেকে তিনি নিখোঁজ হন। তাকে খুজতে নিকট আত্মীয়-স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজা-খুঁজি করার পরেও তার সন্ধান পাওয়া যায়নি।
পরে নিখোঁজ প্রতিবন্ধী যবকের কাকা (চাচা) অমূল্য চন্দ্র রায় ২৭ ডিসেম্বর দুপুরে ভাতিজার সন্ধান চেয়ে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
অমূল্য চন্দ্র রায় জানান, আমার ভাতিজা আজ ১০ দিন ধরে নিখোঁজ। তার সন্ধান পেতে নানা জায়গায় হন্য হয়ে ঘুরছি। ভাতিজা নিখোঁজ হওয়ার পর থেকে তার বাবা-মা ছেলের শোকে পাগল প্রায়। তার সন্ধান পেতে পুলিশসহ সবার সহযোগিতা চান।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান বলেন, নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। নিখোঁজ ওই প্রতিবন্ধী যুবককে দ্রুত খুঁজে পেতে সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছি।