নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি সময়ে দেশের আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আজ (১৬ জানুয়ারী) সকাল ৮টা থেকে ইভিএমে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবারই প্রথম প্রতিটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে। কিন্তু নির্বাচন শান্তিপূর্ণভাবে চললেও সকাল ৮ থেকে ১১ পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম ছিলো। তবে বেলা বাড়ার সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের বদরুন্নেছা স্কুলে ও ১নং ওয়ার্ডের রেকমত আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ সব কেন্দ্রে সময়ের আগেই বেশ কিছু ভোটার কেন্দ্রে এসে উপস্থিত হন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ কেন্দ্রসহ অন্য কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিত বাড়তে দেখা যায়।
এদিকে ভোটাররা ইভিএমে ভোট দিতে গিয়ে কিছুটা বুঝতে সময় লাগার কারণে ভোটগ্রহণে ধীরগতি হচ্ছে। পরে ভোটারদের লাইন দীর্ঘ হতে দেখা যায়।
সকাল সাড়ে ৮টায় ইসলামিয়া কামিল (এম এ) মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। এই কেন্দ্র মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২’শ ৮৭ জন। কিন্তু সকাল পৌনে ৯টায় এ কেন্দ্রে মাত্র ২০ থেকে ২৫ জন ভোটারকেকে ভোট দিতে আসতে দেখা গেছে।
তবে দুপুর ১২টায় বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, এই কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই বেশি। ভোট দেয়ার জন্য দীর্ঘসারি করে ভোটাররা দাঁড়িয়ে আছেন।
কয়েকজন ভোটার জানান, ইভিএমের মাধ্যমে ভোট হবে। বেশ কয়েক বছর ধরে টেলিভিশনে শুধু শুনে আসছি। আজ এসে নিজের ভোট নিজেই দিতে পেরে খুশি। অনেক ভালো লেগেছে।
৫নং ওয়ার্ডে রেবতীমোহন উচ্চবিদ্যালয় কেন্দ্রে হাসান আলী (৮১) নামে একজন ভোটার জানান, গত কয়েক বছরের মধ্যে আমি প্রথম ভোট দিলাম। ভোট দিতে পেরে খুশি।
অন্যদিকে নারায়ণগঞ্জের দেওভোগের শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দেয়ার পর ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু ভোট হলে বিজয় নিশ্চিত।
তিনি বলেন, কিছু কিছু জায়গায় ইভিএম মেশিনে সমস্যা হচ্ছে শুনেছি। এসব সমস্যা দ্রুত সমাধান করতে বলেন তিনি।
উল্লেখ্য, এবার সিটি নির্বাচনের মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৮ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ৭টি দল অংশগ্রহণ করেছে। মেয়র পদে নির্বাচন করছেন ৭জন। সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন নির্বাচনে অংশগ্রহণ করছেন।