অভিজ্ঞ বলেই পরিবহন শ্রমিক নেতা ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে সড়কে শৃঙ্খলা ফেরাতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গত বছর ২৯ জুলাই কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাস্যজ্জ্বল প্রতিক্রিয়া ব্যক্ত করে সারা দেশে সমালোচিত হন তৎকালীন নৌপরিবহনমন্ত্রী ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতি শাজাহান খান।
এর পরিপ্রেক্ষিতেই শুরু হয় সড়কে শিক্ষার্থীদের আন্দোলন। এরই ধারাবাহিকতায় সরকার সড়কে নিরাপত্তা ফেরাতে শিক্ষার্থীদের দাবিও মেনে নেন।
সম্প্রতি সড়ক দুর্ঘটনা আবারও বেড়ে যাওয়ায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। রোববার (১৮ ফেব্রুয়ারি) সারাদেশের সড়ক-পরিবহনে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে শাজাহান খানের নেতৃত্বে ১৫ সদস্যের কমিটি গঠন করে সরকার। এর পরই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা সমালোচনা। এ বিষয়ে সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ওবায়দুল কাদের বলেন, অভিজ্ঞতার কারণেই শাজাহান খানকে দায়িত্ব দেয়া হয়েছে।
তিনি বলেন, আমি দেখবো এই কমিটি সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সড়ক পরিবহনে শৃঙ্খলা আনয়নে তারা সবাই মিলে সুপারিশমালা কিভাবে পেশ করেন। এখানে ব্যক্তি বিষয় না, একজনই রিপোর্টটি প্রমাণ করবেন না। অভিজ্ঞ মানুষ বলেই শাজাহান খানের নাম প্রস্তাব করা হয়েছে।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতি শাজাহান খান বলেন, আমরা আলোচনা করে প্রস্তাবনা নেব, কার্যকর ব্যবস্থা নিব। আমি আশা করি এই ব্যবস্থা নিলে বাংলাদেশে দুর্ঘটনা অনেক কমে যাবে।
রোববার গঠিত এই কমিটিকে ১৪ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে