বগুড়া শাজাহানপুরে হত্যার হুমকি ও বাড়িতে তালা লাগিয়ে বসতবাড়ি হাতে উচ্ছেদের প্রতিবাদে সাংবাদ সম্মেলন করেছে উপজেলার মানিকদিপা ফকিরপাড়ার মোহাম্মদ রেজাউল করিম।
সোমবার (৫ নভেম্বর) দুপুর ১২.০০ ঘটিকায় শাজাহানপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ রেজাউল করিম।
লিখিত বক্তব্যে অভিযোগ করে তিনি বলেন,আমার সহোদর ভাই মোঃএনামুল হকের সাথে আমার বাবার জমি নিয়ে বিবাদ চলছে।এ বিষয়ে উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান ও থানায় বার বার অভিযোগ করে কোন প্রতিকার পায়নি।দুই ভাইয়ের নামে থাকা ১৯৯ শতক জায়গার ৫০ শতকে ভাইদের অনুমতি নিয়ে জিআই তারের বেড়া,একটি সেড ও একটি ঘর তৌরি করে ছাগল হাঁস মুরগী খামার করলে, ভাই স্থানীয় ও শহরের সন্ত্রাসী এনে আমার কেয়ার টেকার আব্দুল কাদের কে তুলে নিয়ে মারধর করে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি সাধন করে।এবং আমার লাগানো ফলজ গাছ কেটে ফেলে।আমি প্রতিবাদ করলে সন্ত্রাসী উপজেলার খোদবন্দবালার ইনছান আলী,টিপু সহ ১০/১২ জন সহযোগী আমাকে পথরোধ করে হত্যার হুমকি দিলে থানায় অভিযোগ করে ফল পাইনি।সম্প্রতি পল্লীবিদ্যুৎ মিটার সংযোগ বিচ্ছেদ করার লক্ষ্যে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করছে।
এ বিষয়ে সাংবাদিকদের নিকট হতে সহযোগিতা কামনা করেছেন।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৭ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি