বগুড়া শাজাহানপুরে খোট্টাপাড়া ইউনিয়নের অন্তগত দুর্বলাগাড়ী হাটের সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, মোঃ রানা নামে ব্যক্তি হাটে টিনের চালা দিয়ে দোকান ঘর নির্মাণ কাজ করছে।
স্থানীয়রা জানান, কিছু দিন আগে থেকে, রানা অবৈধ ভাবে সরকারী হাটের জায়গা দখল করে । দোকান ঘর নির্মাণ করার চেষ্টা করলে, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ করে দেয়। সে যে কোন সময়ে আবার দখল করতে পারে।
এ বিষয়ে রানা জানান, এর আগে আমি ওই জায়গায় চায়ের দোকান করতাম। বর্তমান চালা দিয়েছি, আমি বেড়া দিবো না। আমি ওই জায়গার জন্য খাজনা দেয়।
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম বলেন,সরকারী জায়গাতে অনুমতি ব্যাতিত স্থাপনা বা ছাউনি দেয়ার সুযোগ নেয়। যদি কেউ এমন করে এবং অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আজ ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:২৫ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি