দিগন্ত জুড়ে ফসলের মাঠে সরিষা ফুল। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। এ যেন প্রকৃতির এক অপরূপ নিদর্শন। হলুদ ফুলের ভাণে পাখিরা যেমন উড়ে, তেমনি মৌমাছিরাও ব্যস্ত ফুলের মধু আহরণে। মধু চাষিদেরও যাচ্ছে সুদিন।
শাজাহানপুর কৃষি বিভাগের তথ্যমতে, এবার উপজেলায় লক্ষ্যমাত্রা চেয়েও বেশি চাষ হয়েছে সরিষা। চলতি মৌসুমে উপজেলায় মোট সরিষা চাষ হয়েছে ১৮৫০ হেক্টর। যা গত বছরের চেয়ে ৪৭০ হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে।
শীত আর সরিষা ফুল যেন একে-অপরের পরিপুরক। সকালের রোদে ঝলমল করতে থাকে মাঠভর্তি হলুদ সরিষা ফুল। বিকেলে যেন হলুদ ফুলগুলো আরো সুন্দর দেখায়, সব বয়সের মানুষের কাছে মনে হয় এ যেন হলুদের রাজ্য।
সাজাপুর গ্রামের মধু চাষি মাসুদ বলেন,অন্য সময়ে তুলনায় বিশেষ করে সরিষা ফুলের সময় মধু চাষ করে বেশি পরিমাণে লাভবান হওয়া যায়। কারণ এই সময় প্রকৃতির মাঝে প্রচুর ফুল থাকে আর এই ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে। এই বছর ৫ লাখ টাকার মধু বিক্রির পরিকল্পনা আছে। আবহাওয়া ভালো থাকলে মধু সংগ্রহ আরো বেশি হবে। বাজারে চাহিদা বেশি থাকায় মধু দাম নিয়েও সন্তুষ্ট আছি।
এদিকে ভেজাল মুক্ত মধু পেতে সরাসরি খামারির কাছে থেকে মধু সংগ্রহে ভীর জমাচ্ছে এলাকাবাসী। নিলু নামে মধু ক্রেতা বললেন,বাজারে মধুতে ভেজাল থাকায় সরাসরি মধু নিতে আসছি।
শাজাহানপুর কৃষি কর্মকর্তা আমেনা খাতুন বলেন,গত বছরের চেয়ে ৪৭০ হেক্টর বেশি জমিতে এবার সরিষা চাষ হয়েছে। আমরা নিয়মিতভাবে চাষিদের খোঁজ-খবর নিচ্ছি। আমরা কৃষি বিভাগ থেকে সরিষা চাষ করতে চাষিদের উদ্বুদ্ধ করছি। এ বছর যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয়, তাহলে এ বছর ফলনও ভালো হবে। কৃষকরা ভালো দাম পাবেন ও বলে আশা করছি।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:২০ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি