বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদীপা মধ্যে পাড়া জামে মসজিদ কমিটি গঠনের অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা যায়, মসজিদ কমিটি গঠন নিয়ে এলাকায় দু’গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছে সাধারণ মুসুল্লিরা। মুসুল্লিরা আতংকে নামাজ আদায় করতেছে।
এলাকার হাফিজুর রহমান বলেন, বর্তমান কমিটির সেক্রেটারি মোহসিন আলী মসজিদে কোন মিটিং না দিয়ে বাড়িতে বসে ভূয়া রেজুলেশন তৈরি করে তার মন মতো লোককে সভাপতি ও কোষাধ্যক্ষ করে কমিটি গঠন করেছে। তিনি আরও বলেন, মসজিদের উন্নয়নের জন্য এলাকার সাধারণ মুসুল্লিদের দেওয়া চাঁদা ও সরকারের বিভিন্ন প্রকল্পের টাকার হিসাব মুসুল্লিদের মাঝে প্রকাশ না করে তারা আত্মসাৎ করেছে। এবং কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত কৃষকের জন্য বরাদ্দকৃত পাতকুয়া সৌরশক্তি চালিত স্বল্প সেচ প্রকল্পের পানির ট্যাংক মসজিদে ব্যবহার করতেছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মসজিদ কমিটি সেক্রেটারি মোহসিন আলী বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। সকল মুসুল্লিদের পরামর্শের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। এবং মসজিদের আয় ব্যয়ের হিসাব প্রতিমাসে মসজিদে দেওয়া হয় । আর কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত কৃষকের জন্য বরাদ্দকৃত পাতকুয়া সৌরশক্তি চালিত স্বল্প সেচ প্রকল্পের অনেক যন্ত্র পাতি চুরি হয়ে গেছে বাকি যন্ত্র পাতি আমার হেফাজতে আছে। অতি দ্রুত সব যন্ত্র পাতি নিয়ে এসে সেচ প্রকল্প আবার চালু করা হবে।
এ বিষয়ে (বিএমডিএ) বগুড়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী অফিসার আবুল হাসনাত মোঃ কুদরত-ই-এলাহীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাঁকে ফোনে পাওয়া যায় নি।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি