বগুড়া শাজাহানপুরের মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকায় উপজেলার খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ব্যক্তি মোঃ কামরুজ্জামান বাদী হয়ে একই গ্রামের ইমরান, জালাল উদ্দিন, মোঃ ফরহাদ, মেহেদী হাসান, মোঃ আলমগীর হোসেনের নামের ব্যক্তিদের বিরুদ্ধে পরদিন শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, বিবাদীগণের সাথে কামরুজ্জামানের পূর্ব শত্রুতার জের থাকায় বিবাদীগন কামরুজ্জামানের পরিবারের লোকজনকে বিভিন্ন ধরনে ভয়ভীতি ও হুমকি প্রদান করত। এমতাবস্থায় গত ৩১ অক্টোবর সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় শাজাহানপুর থানাধীন বাঁশবাড়িয়া উত্তরপাড়া গ্রামস্থ উত্তরপাড়া জামে মসজিদের সামনে বাদীর বড় ভাই মোঃ নজরুল ইসলাম (৪৫) এর সাথে নামাজ পড়াকে কেন্দ্র করে উক্ত বিবাদীগণের সাথে কথা কাটাকাটি হয়। উক্ত সময় কামরুজ্জামান ও তার ভাই বিবাদীদেরকে ঝগড়া বিবাদ করিতে নিষেধ করতে বললে উক্ত বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে কামরুজ্জামানকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
কামরুজ্জামান বিবাদীগণদের গালিগালাজ করিতে নিষেধ করিলে ২নং বিবাদীর হুকুমে ১নং বিবাদী পার্শ্বে পড়ে থাকা বাঁশের লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে কামরুজ্জামানের মাথায় বাম পার্শ্বে আঘাত করে গুরুত্বর ফাটা রক্তাত্ব জখম করে।এছাড়া বিবাদীগন শরীরের বিভিন্নস্থানে এলোপাথারী মারধর করে ছিলা ফোলা ও জখম করে। পরবর্তীতে আশপাশের লোকজন আগাইয়া এসে কামরুজ্জামানকে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা গ্রহণ করায়। কর্মরত ডাক্তার তার মাথায় ৩টি সেলাই দেয়।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াদুদ আলম জানান, এ ঘটনায় মামলা হয়েছে, তদন্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।
আজ ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫৯ | বুধবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি