শাজাহানপুর ডেমাজানীতে ভয়াবহ আগুনে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে।শনিবার রাত ১১টার দিকে ডেমাজানী স্কুল মার্কেটে পশ্চিম অংশ এ অগ্নিকাণ্ড ঘটে।অগ্নিকাণ্ডে কয়েক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।
এদিকে অগ্নিকাণ্ডে খবর পেয়ে শনিবার সকালে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন বগুড়া-০৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য ডাঃ মোস্তফা আলম নান্নু,উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার, থানার অফিসার ইনচার্জ পরিদর্শক শহিদুল ইসলাম।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের সাথে দেখা করে কথা বলেন। তাৎক্ষণিক জেলা প্রশাসন থেকে দোকান প্রতি ২০ হাজার টাকা এবং উপজেলা পরিষদের থেকে দোকান প্রতি ১০ হাজার টাকা ক্ষতি পূরণ দেন।
ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের সান্তনা দিয়ে ধৈর্য ধরতে অনুরোধ জানান। এছাড়াও ক্ষতিগ্রস্থ পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন আমরুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানাউল হক ছানা, সাধারণ সম্পাদক মোমিনুল হক মুক্তা সহ বিভিন্ন কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৭ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি