সনাতন ধর্মালম্বীদের শিব চতুদর্শী পূজায় শত শত ভক্তের ঢলে মূখরিত হয়ে উঠেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা জমিবাড়ী শিব মন্দির প্রাঙ্গন। রবিবার দুপুরে মন্দির প্রাঙ্গনে গিয়ে এমনি বাস্তব অবস্থা দেখা যায়।
জানা যায়, প্রতি বছরের ন্যয় শনিবার সন্ধ্যা (১৮ ফেব্রুয়ারী ) ৬.৪০ মিনিটে শিব চতুদর্শী ব্রত আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়। পূজা শুরুর পর থেকে রবিবার সারাদিন শিব চতুদর্শী ব্রত পালনের জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে শতশত নারী-পুরুষ ও কুমারী কন্যারা আসেন পূজা দিতে। দুর-দুরান্তর থেকে আসা ভক্তরা দুধ, কলা, আপেল, চিনি, আগরবাতি হাতে শিব দেবতার পূজা করার জন্য ভীড় করায় কানায় কানায় ভরে যায় মন্দির প্রাঙ্গন। তাছাড়া আয়োজক কমিটির ভজন সংগীত পরিবেশনা অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলা থেকে আগত ভক্ত অঞ্জলী রানী রায় ও তার স্বামী নরেশ চন্দ্র রায় জানান, আমরা শিশুকাল থেকে শিব চতুদর্শী ব্রত পালন করে আসছি। এ বছর শিবের চরণ ধুলী গ্রহণ ও মস্তকে দুধ ঢেলে প্রার্থনা করতে পেরে আমরা খুবই আনন্দিত।
নাওডাঙ্গা জমিদার বাড়ী শিব মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি নরেশ চন্দ্র বর্মন জানান, নাওডাঙ্গার ঐতিহ্যবাহী শিব মন্দিরটিতে আমরা প্রতি বছর শিব চতুদর্শীতে পূজা অর্চনার আযোজন করি। এ বছরও শান্তিপূর্ণ ভাবে শিব চতুদশী ব্রত পালনের আয়োজন করা হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় শিব চতুদশী ব্রত পালনের অনুষ্ঠান শেষ হবে।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান