মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসাবে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে র্যাব। এতে কয়েকজন নারীসহ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টায় শুরু হয় এ অভিযান। এতে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় শতাধিক নারী-পুরুষকে। র্যাব জানায়, এর আগেও জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ বেশ কয়েকজনকে আটকও করা হয়েছিল।
তারা জামিনে ছাড়া পেয়ে আবার মাদক ব্যবসা শুরু করে। মূলত তাদের বিরুদ্ধেই অভিযান চালানো হয়। এছাড়া মাদক কেনাবেচায় শিশুদের ব্যবহারের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে র্যাব। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
র্যাব আইন ও গণমাধ্যম শাখা পরিচালক মুফতি মাহমুদ খান বলনে, ভোর থেকেই আমরা অভিযান চালিয়েছে। যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে ৯-১০ জন লিডার আছে। এই অভিযান অব্যাহত থাকবে।