তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: জাতির পিতার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে ‘শতবর্ষে শততথ্যে বঙ্গবন্ধু’ নামক পুস্তিকা বিতরণ এবং বঙ্গবন্ধু ট্রেনিং আইটি ল্যাব উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে ‘শতবর্ষে শততথ্যে বঙ্গবন্ধু’ নামক পুস্তিকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
পুস্তিকাটি জেলা প্রশাসন ও জেলা পরিষদ যৌথ উদ্যোগে প্রকাশ করা হয়েছে। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শতাধিক শিক্ষার্থীর হাতে ‘শতবর্ষে শততথ্যে বঙ্গবন্ধু’পুস্তিকাটি তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে জেলার সকল বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পুস্তিকাটি বিতরণ করা হবে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, স্থানীয় সরকারের উপ পরিচালক মল্লিকা দে, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
পরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু আইটি ট্রেনিং ল্যাব উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।