ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের নিরাপত্তায় নিয়োজিত এক কর্মী আত্মহত্যা করেছেন। তিনি দেশটির ভিভিআইপিদের জন্য নির্দিষ্ট নিরাপত্তারক্ষী দলের সদস্য হিসেবে কাজ করতেন। তার নাম প্রকাশ কাপডে।
মঙ্গলবার (১৪ মে) রাত দেড়টার দিকে সেই নিরাপত্তাকর্মী নিজের গলায় সার্ভিস রিভলবার ঠেকিয়ে গুলি চালান। খবর-ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় সংবাদ মাধ্যমে খবর, ৩৯ বর্ষী কাপডে মঙ্গলবার রাতে নিজের ঘারে নিজের সার্ভিস রিভলভার ঘাড়ে ঠেকিয়ে গুলি চালান। তার বাবা-মা, স্ত্রী, দুই সন্তান, ভাই এবং পরিবারের অন্য সদস্যরা রয়েছেন, তাদের কারও কোনো ক্ষতি হয়নি।
জামনা থানার পুলিশ ইন্সপেক্টর কিরণ শিন্ডে জানিয়েছেন, ‘রাত দেড়টায় দিকে ঘটে এই ঘটনা, ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা উদ্ধার করা যায়নি। আমরা তদন্ত শুরু করেছি। সম্পূর্ণ তথ্য হাতে আসার পরেই আমরা বাকিটা বলতে পারব।’
প্রকাশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাজনিত মৃত্যু হয়েছে এমন কারণ দেখিয়ে মামলা করেছে পুলিশ। আপাতত পুলিশ প্রকাশের পরিবারের সদস্য, সহকর্মী এবং অন্যান্য পরিচিতদের জিজ্ঞাসাবাদ করছে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম