স্পোর্টস ডেস্ক /S.H:
জার্মানি বিপক্ষে ম্যাচ জয়টা সহজ নয়৷ সব চেয়ে বেশি বিশ্বকাপ খেলা এই দল ইউরো কাপ নিয়েছে তিনবার। তবে এই আসরের মত এতটা শোচনীয় অবস্থা হয়নি জার্মানির কখনোই। প্রথমবারের মত নক আউট থেকে বিদায় নিল শক্তিশালী জার্মানি। মঙ্গলবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইংলিশদের কাছে ২ -০ গোলে হেরে ২০২০ ইউরো আসর শেষ করে জার্মান শিবির।
২৯ জুন লন্ডনের ওয়েম্বলিতে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ইউরোপের অন্যতম শক্তিশালী দল জার্মানি ও ইংল্যান্ড। নিজেদের আক্রমণাত্মক খেলা দিয়ে ম্যাচ শুরু করা জার্মান ফুটবলাররা গোলের দেখা পাচ্ছিলো না কোন ভাবে। ইংলিশদের তুলনায় অনেকটা ভালো খেলেও গোল করতে পারছিল না জার্মান বাহিনী। গোলের জন্য মরিয়া হয়ে উঠলে দু’দলের কেউ প্রথমার্ধের বল জালে পাঠাতে সক্ষম হয়নি। বিরতির পর জার্মান বাহিনী চাপ বাড়িয়ে দিলেও গোলের দেখা মিলছিল না কোন ভাবে। কিন্তু জার্মানির জন্য অঘটন ঘটে খেলার ৭৫ মিনিটে। ইংলিশ ফুটবলার পল রাহিম স্টার্লিং-এর করা গোলে আনন্দে ভেসে উঠে ইংলিশরা। গোল শোধের জন্য জার্মানি যখন একের পর এক আক্রমণ করছেন, তখন নিজেদের ডিফেন্স ঠিক রেখে ৮৬ মিনিটের মাথায় অধিনায়ক হ্যারি কেইন করেন আরও একটি গোল। এই গোলের মধ্যে দিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ হারিয়ে ফেলে শক্তিশালী জার্মান বাহিনী। শেষের কয়েক মিনিটের ম্যাচে কোন অসাধারণ খেলা দেখাতে সক্ষম হয়নি জার্মানরা। ইংলিশ কাছে হেরে প্রথমবারের মত শেষ ষোলোতে থামতে হলো ইউরোপের অন্যতম সেরা দল জার্মানিকে।