লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ধর্ম মন্ত্রনালয় কর্তৃক লোহাগাড়ার বিভিন্ন এলাকার মসজিদ-মন্দির উন্নয়নের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সহযোগীতায় অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা পাবলিক হলে ২০টি মসজিদ-মন্দিরের সভাপতি হাতে মোট ৮ লক্ষ ১৫হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু। এসময় উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব,মাস্টার মুহাম্মদ মিয়া ফারুক, সাবেক ছাত্রনেতা ও আওয়ামীলীগ নেতা শাহিদুল কবির সেলিম, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু বলেন, বর্তমান সরকার অসহায় ও দুঃখী মানুষের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ধর্মের মানুষের কল্যাণে কাজ করছেন।ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। উপজেলার ২০টি মসজিদ মন্দিরের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সহযোগীতায় মোট ৮ লক্ষ ২৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।