লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৬ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার পদুয়া, চরম্বা, কলাউজান, চুনতি, পুটিবিলা ও বড়হাতিয়া ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ শেষে গণনার পর রাত ১০ টায় রিটার্নিং অফিসার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
উপজেলার ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও চেয়ারম্যান পদে ৪ ইউনিয়নে নির্বাচন হয়। বাকি দুই ইউনিয়নে চেয়ারম্যান পদেপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে ৪ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- চুনতি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু (নৌকা), কলাউজান ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এম আবদুল ওয়াহেদ (নৌকা), পদুয়া ইউনিয়ন হারুনুর রশিদ প্রকাশ আর্মি হারুন (নৌকা) ও চরম্বা ইউনিয়নে মাওলানা হেলাল উদ্দিন (বিদ্রোহী)।