লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ২ পরিবারে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উত্তর আমিরাবাদ ঘোনাপাড়া এই ঘটনা ঘটে। এতে ২ পরিবারের নারী ও শিশুসহ ১০ আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলেন যতাক্রমে,লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ ঘোনা পাড়া এলাকার ইব্রাহিম সওদাগরের পরিবাারের মরিয়ম বেগম (৬০), মো. ওসমান গনি (৪০), আমেনা বেগম (৩০),তাসরিন জান্নাত (৮), তাসকিনুর রহমান (৬), জান্নাতুল নাঈমা (২৮), ইলমা জান্নাত (৫), একই এলাকার মজুমদার পাড়ার নারায়ন মজুমদারের স্ত্রী টকি বিশ্বাস (৩৮), মেয়ে পূর্ণ্যতা মজুমদার (১৬) ও ছেলে দিব্যি মজুমদার (১২)।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক ডাঃআয়শা সিদ্দিকা বলেন, ‘সকালে অনুমানিক সাড়ে ১০ টার দিকে পৃথকভাবে নারি ও শিশুসহ ১০ জন রোগী আসে। তাদেরকে নেশা জাতীয় দ্রব্য ব্যবহার অজ্ঞান করা হয়েছে বলে মনে হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি দেওয়া হয় তবে সুস্থ হতে একটু সময় লাগবে।’
লোহাগাড়া থানা পুলিশ সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনা কিভাবে ঘটেছে বা কারা ঘটিয়েছে তার কোন কূল কিনারা পাওয়া যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে থানা পুলিশ।
এদিকে এ ঘটনায় পুরো এলাকায় আতংক বিরাজ করছে। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠ বিচার ও ঘটনার রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।