চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পাকতে শুরু করেছে আমন ধান। প্রত্যেকটি ধান গাছের চারা সবুজের পর সোনালী রঙ ধারণ করা শুরু করেছে। ইতোমধ্যে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। অগ্রহায়ণ মাসে পুরোদমে কাটা শুরু হবে এসব ধান। এ উপজেলায় চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে। ফলে কৃষক পরিবারের মুখে হাসি ফুটেছে।
কৃষকদের সাথে কথা বলে জানা যায়, শুরুর দিকে পোকা মাকড়ের উপদ্রুপ ছিলো বেশি। সেটি কয়েক দফায় কীটনাশক প্রয়োগের পর অনেকটাই কমেছে। এবং খরচও বাড়তি হয়েছে। তারপরও ভালো ফলন হওয়ায় বাড়তি খরচটুকু পুষিয়ে আসবে, যদি ধানের ন্যায্যমূল্য পাওয়া যায়।
কৃষিকাজের সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন,কৃষি বিভাগের সুষ্ঠু তদারকি এবং আবহাওয়া অনুকূলে থাকায় ও সময়মতো রোদ বৃষ্টি হওয়াতে এবার আমন ফসলে পোকার আক্রমণ এবং রোগবালাইয়ের প্রকোপ ছিল না। ফলে উপজেলায় সার্বিকভাবে আমন ধানের ফলন ভালো হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ উপজেলায় গত বছরের তুলনায় লক্ষ্যমাত্রার বেশি আমন ধান চাষ হয়েছে। চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১১ হাজার ৫ হেক্টর জমিতে। চাষ হয়েছে ১১ হাজার ৩৬ হেক্টর জমিতে। এর থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩১ হাজার ৫৩৫ মেট্রিক টন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। শেষ পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে, কৃষক ঠিকঠাক মতো ধান ঘরে তুলতে পারবে।
তিনি আরও বলেন, এ উপজেলায় বিগত বছরগুলোর চেয়ে এবার আমনের চাষ ভালো হয়েছে।