চট্টগ্রাম প্রতিনিধিঃ আগামী ২১ জুলাই চট্টগ্রামের লোহাগাড়ার ভূমি ও গৃহহীন ৫১টি পরিবার মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও দলিলপত্র হস্তান্তর করা হবে। ১৮ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টায় এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উল্যাহ।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভুঁঞা, কলাউজান ইউপি চেয়ারম্যান এ ওয়াহেদ ও লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ আরও জানান, আগামী ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ৩য় পর্যায়ে গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। এ দিন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক লোহাগাড়াকে ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হবে।
ইতোপূর্বে প্রধানমন্ত্রীর উপহারের বসতঘর পেয়েছেন লোহাগাড়ার আরও ৩৩৩ ভূমি ও গৃহহীন পরিবার। লোহাগাড়ায় ক শ্রেণীভুক্ত সর্বমোট ৩৮৪ ভূমি ও গৃহহীন পরিবারের পুর্ণবাসন প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে।
প্রেস ব্রিফিং এ উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।