প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ প্রতিষ্ঠা এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে ” স্মার্ট উপজেলা ও স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া এ্যাওয়ার্ড” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
১২ এপ্রিল (বুধবার) সকালে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহর সভাপতিত্ব কর্মশালা উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহীম কবির, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া থানার ওসি (তদন্ত) মুুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উপস্থিত সকলকে ৬টি ভাগে বিভক্ত করে বিভিন্ন বিষয়ভিত্তিক স্মার্ট আইডিয়া গ্রহণ করা হয়। গ্রুপগুলো স্মার্ট সিটি, স্মার্ট ভিলেজ, স্মার্ট শিক্ষা, স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট সামাজিক সুরক্ষা, স্মার্ট কৃষি, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, স্মার্ট সেবা খাত, স্মার্ট প্রশাসন ও স্মার্ট ইউটিলিটি নিয়ে কাজ করেন।
সভাপতির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ বলেন, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে স্মার্ট উপজেলা বিনির্মাণের জন্য আজকের এই কর্মশালা। স্মার্ট উপজেলা বিনির্মাণে উপজেলার যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান স্মার্ট উপজেলা বেস্ট আইডিয়া এ্যাওয়ার্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
ডিবিএন/এসডিআর/ মোস্তাফিজ বাপ্পি