চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সোয়াইব (২১) নামের একজন মারা গেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহারদীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী, মোহাম্মদ সোয়াইব (২১)। মছদিয়া বেপারি পাড়া ১ নম্বর ওয়ার্ডের নাজিমের পুত্র। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুপুর ২ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার দীঘির পাড় এলাকায় মোটরসাইকেল এবং ট্রাক সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে এবং আরো একজন আহত হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:১৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি