মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এ ধাপে সারাদেশে ৩৯ হাজার ৩৬৫ টি ঘর প্রদান করা হবে। আগামীকাল ২২ মার্চ বুধবার সারাদেশে ৩য় পর্যায়ে বাকি গৃহ ও ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুজিব শতবর্ষ উপলক্ষে আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ হস্তান্তর সংক্রান্ত উদ্বোধন উপলক্ষে লোহাগাড়ায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২১ মার্চ মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ। প্রেস ব্রিফিং জানানো হয় এই ধাপে লোহাগাড়ায় ৩৮৪ পরিবার পাবে ঘর।
প্রেস ব্রিফিং- এ উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লোহাগাড়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা(এও) মোসলেহ উদ্দিনসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দরা।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান