চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার চুনতি, আমিরাবাদ ও চরম্বা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদফতর। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর সদর দফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।
অভিযানে মেসার্স চুনতি ব্রিকস, মেসার্স বার আউলিয়া ব্রিকস এবংমেসার্স আরব ব্রিকস নামে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মোজাহিদুর রহমান,ইটভাটা সমূহের বিরুদ্ধে পাহাড় ও কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত করে ভাটা পরিচালনার প্রস্তুতি নেয়াসহ বর্ণিত আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নিম্নোক্ত দন্ড প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সল এবং ডাটা এন্ট্রি অপারেটর জনাব কাজী ইফতেকার উদ্দিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যবৃন্দ।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৪ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি